নিজস্ব প্রতিবেদক :: ‘এখন রাজনীতিতে ব্যক্তি এলার্জি বেশী। দলের নাম ভাঙ্গিয়ে অনেকে দুর্নীতি করতে চায়। সভাপতি শেখ হাসিনা দলের কাউকেও ছাড় দেননা। দলের বিপর্যয় হলে কয়জনকে পাওয়া যাবে? দল ক্ষমতায় কিন্তু কর্মীরা কোর্টে হাজিরা দিতে হয়। ২০-২২ বছরের তরুণরা বাবার চেয়ে নেতাকে আদর্শ মনে করে। নেতা খারাপ হলে কর্মী খারাপ হবে, সমাজ খারাপ হবে। রাজনীতিতে কাউকে খাটো না করে সকলকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। নেতা-কর্মী সকলকে রুচীশীল হতে হবে’। কথাগুলো বলেছেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগ সভাপতি রাধা কান্ত দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন সুজেল। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুুল হাকিম ইমন। অনুষ্টানে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম / হাকালুকি