স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার জুড়ীতে ক্রীড়া অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
৫ই নভেম্বর দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বড়লেখা ও জুড়ী আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,বাংলাদেশ আওয়ামীলীগ জুড়ী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জুড়ী উপজেলার ৩১ টি সামাজিক সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এম আই / দৈনিক হাকালুকি