নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে জান্নাতুল ফেরদৌস (১০) নামে এক শিশুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা প্রবাসী জালাল মিয়ার বড় মেয়ে জান্নাতুল ফেরেেদৗস বেলাগাঁও গ্রামে নানার বাড়ীতে থেকে লেখাপড়া করত। ঘটনার দিন তার মা ও সেখানে ছিলেন। এদিন জান্নাতুল ফেরদৌস-এর মা মাগরিবের নামাজ পড়ার সময় জান্নাতুল অপর শিশুদের সাথে হাল্লা চিৎকার করছিল। এ কারণে নামাজ শেষ করে মা তাকে কয়েকটি থাপ্পড় মারেন। এর বেশ কিছুক্ষণ পর বাড়ীর একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে আজ বাদ মাগরিব তার নিজ এলাকা মনতৈল জামে মসজিদে জানাজা শেষে বজিটিলা কবরস্হানে দাফন করা হয়। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।
এস আই / দৈনিক হাকালুকি