নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের হাতে ৪০ পিচ ইয়াবাসহ মানিক মিয়া (৪২) নামে একজন আটক হয়েছে। সে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর (মোকামটিলা) গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর ২০২০) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ মাদক ব্যবসায়ী মানিক মিয়া কে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে অত্র গ্রামের আব্দুল হেকিম এর পুত্র। তার বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মামলা নং- ১১ তাং ৩১/১০/২০ ইং। আটকের বিষয় নিশ্চিত করে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জুড়ী থানা পুলিশের অভিযান চলমান থাকবে।
এআর/হাকালুকি