স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিমবড় ধামাই গ্রামের মছলু মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মামুন (মুন্না) অবৈধভাবে টিলা কেটে পাশ্ববর্তী রাস্তা ভরাট করছেন। প্রতিবেশী আতিকুর রহমানের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম সেখানে গিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আব্দুল্লাহ আল মামুন মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন পাশাপাশি কর্তনকৃত টিলা ভরাট করার নির্দেশনা দেন অন্যথায় দন্ডবিধির ১৮৮ ধারায় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অবৈধভাবে টিলা কাটার কারনে পরিবেশের ক্ষতি হচ্ছে।জুড়ীতে টিলা কাটার খবর পেলেই প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত ১৭ অক্টোবর গোয়ালবাড়ী ইউনিয়নের আব্দুল খালিককে একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি কাটাকৃত টিলা ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে, এবং ২৯ অক্টোবর পাতিলাসাঙ্গন গ্রামের সিপার উদ্দিন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দী সহ একদল পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি