নিজস্ব প্রতিবেদক :: জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ছাত্রী লিম্পি দাশ ও ছাত্র সৌরভ দাশ মৌলভীবাজার জেলা পর্যায়ে রোভার পল এবং গার্ল ইন রোভার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলা রোভারের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ৭টি ইভেন্টের মধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের গার্ল ইন রোভার লিম্পি দাশ রচনায় ১ম এবং রোভার সৌরভ দাশ পল কুইজে ২য় স্থান অর্জন করেছে। মঙ্গলবার(২০ অক্টোবর) মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, আমাদের প্রিয় এ দুই শিক্ষার্থীর জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও নিরন্তর শুভকামনা। আগামীতে জাতীয় পর্যায়ে আমাদের ছাত্র/ ছাত্রীরা কৃতিত্ব অর্জন করবে এ প্রত্যাশা করছি।
সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি