নিজস্ব প্রতিবেদক :: আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার সারাদিন জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ও পশ্চিম জুড়ী ইউনিয়নের ভোটারদের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এর আগে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান-এর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটির জন্য উপনির্বাচনের তারিখ নির্ধারিত হয়। এ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়ভাবে মৌলভীবাজারের বর্তমান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমানকে দলীয়ভাবে সমর্থন করে। এর ধারাবাহিকতায় মিসবাহুর রহমানের চশমা মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণা করতে জুড়িতে আসেন এস এম জাকির হোসাইন। শুক্রবার সারাদিন জুড়ীর পূ্র্ব ও পশ্চিম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বারবৃন্দের বাড়ি বাড়ি গিয়ে চশমা মার্কার সমর্থনে প্রচারণা করেন জাকির। এ জনসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ এর সহসভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজীব বৈদ্য, শাহাব উদ্দিন সামছু, সাইদুর রহমান এবং ছাত্রলীগ এর সাবেক ও বর্তমান বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক / দৈনিক হাকালুকি