• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জুড়ীতে টিলা কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
জুড়ীতে টিলা কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ি গ্রামের এক ব্যক্তিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড করে আদায় হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কর্তনকৃত টিলার মাটি পুনরায় ভরাট করার ও আদেশ দেয়া হয়েছে। অন্যথায় পুনরায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, আজ শনিবার(১৭ ই অক্টোবর) গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম পঃ গোয়ালবাড়ী গ্রামের মৃত তজমুল আলীর পুত্র আব্দুল খালিক এর মালিকানাধীন টিলায় মাটি কাটা হচ্ছে। সাথে সাথে ঘটনাস্থলে পৌছে মাটি কাটার সত্যতা পেয়ে এক মোবাইল কোর্ট পরিচালনা করে টিলার মালিক আব্দুল খালিক কে তিন লক্ষ জরিমানা করা হয়। মোবাইল কোর্টে জুড়ী থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এস আই / দৈনিক হাকালুকি