জুড়ী থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেনকে উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা
জুড়ী থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেনকে উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: জুড়ী থানার সাবেক ওসি, উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য, বর্তমান বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জুড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার (১৯সেপ্টেম্বর) সন্ধা ৭টায় প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, বক্তব্য রাখেন সংবর্ধিত ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফর নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রেসক্লাবের সহকারী নির্বাচন কমিশনার আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব বৈদ্য রাজু, দৈনিক হাকালুকি ডট নেট পত্রিকার সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সহ সভাপতি মাহবুবুর রহমান ছোটন,যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম রওশন, সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক মো বেলাল হোসাইন, কার্যকরী সদস্য মো শাহ আলম প্রমুখ।