সিরাজুল ইসলাম :: মৌলভীবাজার শহর এলাকা থেকে জুড়ী উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন মিয়া কে আটক করেছে জুড়ী থানা পুলিশ। আজ রোববার(২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জুড়ী থানা পুলিশের গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে এ এস আই জোসেফ তাকে আটক করতে সক্ষম হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী জানান,জুড়ী থানার বেলাগাঁও গ্রামের মোঃ আব্দু মিয়ার পূত্র হারুন মিয়া জিআর ৬৩/৮ ধারা ৩৮০ পেনাল কোড এর ৪ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছে।আজ তাকে মৌলভীবাজার শহর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
হাকালুকি/ডেস্ক