নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। ৫ জনের ৪ জনই জুড়ী উপজেলার। এর মধ্যে ৩ জন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এবং ১ জন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ জন স্কাউট হচ্ছেন- জুাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমান আজিজি এর পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি, আমতৈল গ্রামের প্রণয় রঞ্জন দাস এর পুত্র প্রাঞ্জল দাস ও হরিরামপুর স্টেশন রোডের ইন্দ্রমোহন সুত্রধর এর কন্যা সুপ্রিয়া সূত্রধর ঐশী। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট জায়ফরনগর গ্রামের মতছিন আলী এর পুত্র মোস্তাফিজুর রহমান। এদের সবাই একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী। উল্লেখ্য, প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড স্কাউটের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা যা মহামান্য রাষ্ট্রপতি মহোদয় প্রদান করে থাকেন।
মঙ্গলবার রাতে এ সংবাদ প্রকাশর পর জুড়ীতে বেশ সাড়া পড়ে গেছে। অভিনন্দন জানিয়েছেন জুড়ী উপজেলা স্কাউটসের কমিশনার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি জুড়ী উপজেলা স্কাউট কমিশনার রিংকু রঞ্জন দাশকে ধন্যবাদ জানান জুড়ীকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও জুড়ীর স্কাউটার্স, শিক্ষক, সাংবাদিক, অবিভাবক ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীগণ সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। দৈনিক হাকালুকি পত্রিকা তাদেরকে জানাচ্ছে অবিরাম শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক / দৈনিক হাকালুকি