জুড়ীতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ ই সেপ্টেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান করে আধা কেজি গাঁজা সহ রত্না চা বাগান মন্দির এলাকার বাসিন্দা তার নিজ বসত ঘর হইতে মৃত শংকর কৈরীর পুত্র কার্তিক কৈরী (৪৫) কে আটক করে। ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিশ্বস্হ সূত্রে খবর পেয়ে জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম, এ এস আই মনিরুল ইসলাম ও জামাল হোসেন কে সংগে নিয়ে কার্তিক কৈরী কে গাঁজা সহ আটক করতে সক্ষম হই। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জুড়ী থানার মামলা নং- ৩ তারিখ ১৮/৯/২০২০ ইং। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তার ই আলোকে জুড়ী থানার পুলিশ কাজ করছে।জুড়ী থানাকে মাদকমুক্ত থানা হিসেবে ঘোষনা করতে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
হাকালুকি/ডেস্ক