সিরাজুল ইসলাম :: মৌলভীবাজার জুড়ীতে টিলা কাটার অপরাধে জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের সাইট ইন্জিনিয়ার মতিয়ার রহমান কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।সাথে টিলা কাটায় জড়িত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৫ ই সেপ্টেম্বর) জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান এক মোবাইল কোর্টের মাধ্যমে জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশের উপস্হিতিতে এ জরিমানা আদায় করেন। জুড়ী-ফুলতলা-বটুলি সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন বালুর পরিবর্তে সড়কে বিভিন্ন এলাকার টিলা কেটে মাটি দিয়ে কাজ করছে এমন অভিযোগ পাওয়া গেলে অকুস্হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
তথ্যসূত্র : উপজেলা প্রশাসন ও জুড়ী থানা।