• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

জুড়ীতে ঈদে মিলাদুন্নবী সা. শীর্ষক সভা আয়োজিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
জুড়ীতে ঈদে মিলাদুন্নবী সা. শীর্ষক সভা আয়োজিত

হজরত মুহাম্মদ সাঃ এর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে হবে – মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

আজ ১৭ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়া এবং লতিফিয়া ক্বারী সোসাইটির যৌথ উদ্যোগে জুড়ী শহরের এম জেড কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র মুহতারাম সহ-সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
তিনি তার বক্তব্যে বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ পৃথিবীর ইতিহাসে অতুলনীয়, যার মান-মর্যাদা আকাশচুম্বী, আল্লাহ তায়ালা তাঁর মান-মর্যাদাকে বুলন্দ করেছেন,আমরা তাঁর উম্মত হিসেবে নিজেদের জীবনে তাঁর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের কর্তব্য।
বিশেষ করে তালামীযে ইসলামিয়ার কর্মীদেরকে এদিকে গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে। কেননা,তালামীযে ইসলামিয়া হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর হাতে গড়া সংগঠন, আর তিনি ছিলেন সর্বদা রাসুল (সাঃ) এর আদর্শের অনুসারী। তাঁর বক্তব্যে তিনি রাসুল সাঃ এর জন্মের সময়কার বিভিন্ন ঘটনা,ফুলতলী ছাহেব কিবলাহ রহঃ এর খেদমত,ফ্রান্সে রাসুল সাঃ এর মানহানি এবং তালামীযে ইসলামিয়ার কর্মীদের প্রতি দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক এম জয়নাল আরিফের পরিচালনায় এবং আনজুমানে আল-ইসলাহ জুড়ী উপজেলার সভাপতি মাওলানা আব্দুস শহীদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাস্টার নাজিম উদ্দিন, জেলা তালামীযের আহবায়ক কমিটির সদস্য সচিব হাজি জিল্লুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মালিক স্যার, জুড়ী আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি ওয়াহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাওলানা সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আলী হোসাইন গাজী, ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুফতি মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম কামরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি আফজাল হোসেন সাজু, জুড়ী তালামীযের সাবেক সভাপতি আইনুদ্দিন আলী, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খামিছ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা ফয়াজ চৌধুরী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সহকারি মাওলানা নাসির উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আমান উদ্দিন, কুলাউড়া তালামীযের সহ-সভাপতি আব্দুল মুনিম, জুড়ী আল-ইসলাহ’র অফিস সম্পাদক খুরশিদ আলম, জুড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, ব্যবসায়ী কল্যান সমিতি জুড়ী কামিনীগঞ্জ বাজারের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, জুড়ী তালামীযের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম জামাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজি লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাজি ফারহান হোসাইন, এমরান হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ পারভেজ, সহ-প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন,অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-প্রশিক্ষন সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আজাদ আহমদ,হাজি মুহিবুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক জামিল হোসেন, ফুলতলা ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুস সামাদ, জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাজি রেদওয়ান হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক শাহেদ আহমদ প্রমুখ।

এম এইচ / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031