নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ আইন লঙ্ঘন করে একটি টিলা কেটে বসতঘর নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রোববার (২৫শে অক্টোবর) বিকালে প্রায় সাড়ে ৫ টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামে এ অভিযান চালান। অভিযানকালে ঘটনায় জড়িত কাউকে সেখানে না পাওয়ায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বহপাড়া গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের মালিকানাধীন প্রায় ৩০ ফুট উচুঁ একটি টিলা শ্রমিক দিয়ে মাটি কাটাচ্ছেন। টিলার প্রায় আট শতক জায়গার মাটি কেটে নিচে একটি পাকার বসতঘর ইতিমধ্যে নির্মাণ করা হয়ে গেছে। এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান এঁর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দিন চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ আনসার ভিডিপির একটি দল উপস্হিত ছিল। সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, টিলাটি কাটায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টিতে যেকোনো সময় ধসে দুর্ঘটনা ঘটতে পারে। টিলার মালিককে বাড়িতে পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তর তাঁর বিরুদ্ধে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করবে। অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে আতিকুল ইসলাম কে পাওয়া যায় নাই। তথ্যসূত্র – উপজেলা প্রশাসন, জুড়ী।
এস আই / হাকালুকি