কমলগঞ্জ প্রতিনিধি :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং বিশ্বব্যাপী মুসলমানদের উপর শোষণ ও নিপীড়নের প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উম্মতে মোহাম্মদী (সাঃ) কমলগঞ্জ এর আয়োজনে রবিবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চৌমুহনীতে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উম্মতে মোহাম্মদী (সাঃ) কমলগঞ্জ এর সদস্য অনিক তালুকদারের সভাপতিত্বে ও কাউসার আহমেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সফাত আলী সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, কমলগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর মোশাহিদ আলী, কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, হৃদয়ে কমলগঞ্জ এর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বন্ধন কমলগঞ্জ এর সাধারণ সম্পাদক তারেক পাঠোয়ারী, উম্মতে মোহাম্মদী (সাঃ) কমলগঞ্জ এর সদস্য মাহবুব রুহেল, আব্দুস সামাদ মুন্না। প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবীকে উদ্দেশ্য করে সরকারী পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সকল মুসলমানকে ফ্রান্সের পন্য বর্জনের জন্য আহবান জানানো হয়। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পুড়ানো হয়।
জুয়েল আহমেদ জুলি / দৈনিক হাকালুকি