কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের কামুদপুর উচ্চ বিদ্যালয়ে রাতের আধারে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে অফিসের পিছনের জানালা ভেংগে এই চুরি সংঘটিত হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, রবিবার (১ নভেম্বর) সকালে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষ খুললে চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। অফিস কক্ষের পিছনের জানালা ভেংগে চুরেরা ভিতরে প্রবেশ করে অফিসে রক্ষিত সরকারী ডুয়েল ল্যাপটপ, মনিটর, পিসি ও স্পীকার নিয়ে যায়। এ ঘটনায় রাত্রী কালীন পাহারাদার শমশের আলী কিছুই জানেন না বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জুয়েল আহমেদ জুলি / দৈনিক হাকালুকি