• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি :: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক-শেভরন জীবিকা প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়। শনিবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। পরে স্থানীয় সমবায়-বৃন্দদের নিয়ে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। উপজেলা স্কাউট সম্পাদক শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা কামাল, মউপজেলা সমবায় অফিসার আশুতোষ দাশ, শহীদ নগর সমবায় সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু।আলোচনা সভা শেষে উপজেলার ৬টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জুয়েল আহমেদ জুলি / হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031