কেন আজ স্বাধীন দেশে থাকবে পায়ে পরাধীনতার শিকল কেন আজ অপরাধী হয়ে ঘুরেফিরে নির্দোষীদের দল কেন আজ স্বাধীন দেশে স্বাধীনতার নেই কোনো মান কেন আজ নিরাপত্তাহীনতায় জনগণ সদা থাকে হয়রান যদি বুলেট বোমার ভয়ে জনতা ভরসা পায়না হাটিবার কেন রক্ত দিল দেশের জন্য কেন প্রাণ গেল লাখো জনতার??
কেন আজ রাসূলের শানে হয় কটুক্তিমূলক ব্লগ লেখা কেন আজ নাস্তিক মুরতাদদের নিরাপত্তা দিয়ে হয় রাখা কেন আজ স্বঘোষিত মুরতাদদের এদেশেতে হয়না বিচার কেন আজ চাপিয়ে দেয়া হয় বিজাতীয়দের সব কালচার যদি নেতার নামে বললে কিছু দেখতেই হয় কারাগার তবে নবীর নামে কটুক্তি শুনেও কেন চুপ থাকে সরকার??
কেন আজ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার চলছে প্রচার কেন আইন আদালত থাকতে আজ জনতা পায়না সঠিক বিচার কেন আজ সোনার বাংলায় শিক্ষিতরা থাকবে বেকার কেন অবাধে আজ শিক্ষাঙ্গনে দূর্নীতিবাজরা হয় দখলদার যদি প্রশ্নফাস আর দূর্নীতি করে দিনদিন বাড়ে শুধু পাসের হার তবে জাতির কলংক এমন শিক্ষা কেন প্রয়োজন পাস দেখাবার??
কেন মনের টানে সিনেমা গানে যুবক যুবতীর মন মজে কেন বাপ-দাদাকে ঘরে রেখে, নারী নিজেই নিজের বর খোজে কেন রাজপথে নারী ঝাড়ু হাতে মিছিল করে উচিয়ে গলা কেন বাজার হাটে, দোকান পাটে নারী খায় পরপুরুষের ঠেলা যদি রাজপথে মিছিল করে নারী শান্ত ঘরে ফের আগুন ধরায় তবে নারী কেন রাজপথে আসে কেন দোজখের দিকে পা বাড়ায়??
কেন আজ বিদেশী চ্যানেলগুলোর এত বাড়তি প্রচার এদেশে কেন আজ বিজাতীয় সংস্কৃতি সব স্থান করে নেয় আমার দেশে কেন আজ মুসলিম দেশে বোরকাতে হয় বাধা প্রদান কেন আজ কলেজ ভার্সিটিতে বোরকা নিলেই হয় অপমান যদি বোরকাই হয় চোখের বিষ দেখলেই তাদের গা জ্বলে তবে কেন বোরকাওয়ালা খোঁজে কেন পায়ে ধরে ভোট আসিলে??