নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়িনের সেবামূলক সংগঠন আলোর নিশান সামাজিক সংগঠন, ব্রাহ্মণবাজার-এর পক্ষ থেকে একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাজার ইউনিয়নে স্থানীয় মির্জাপুর গ্রামের প্রায় ০৫ টি পরিবার দীর্ঘদিন থেকে বিশুদ্ধ খাবার পানি সংকটে ভোগছিলেন। উক্ত সংগঠন এর উদ্যোগে তাদের পানির অভাব দুর করতে একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়। আলোর নিশান সামাজিক সংগঠনের আহব্বায়ক জুনেদ আহমদ এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।
প্রকল্পের কাজ পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী, মাসুদ আহমেদ প্রধান শিক্ষক, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহিদ খান শিক্ষক, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়।
নজরুল ইসলাম; যুগ্ন আহ্বায়ক আলোর নিশান
ফখরুল ইসলাম ,সদস্য সচিব ,আলোর নিশান ।
সহ সংগঠনের দায়িত্বশীল সদস্যদের উপস্থিতির মাধ্যমে টিউবয়েলের উদ্বোধন করা হয়।
রেজাউল ইসলাম শাফি/হাকালুকি