স্টাফ রিপোর্টার :: র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের আকস্মিক অভিযানে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চলে।
বুধবার (১১ নভেম্বর) র্যাব-৯, সিলেট, এর মিডিয়া অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেন।
আটককৃত জুয়াড়িরা হলো- চাতলাপুর চা বাগানের গোপাল গোয়ালা (৩৬), অধীর শর্ম্মা (৬৩), বুধু বাউরী (৪৬), লক্ষ্মী নারায়ণ তাঁতি (৪৮), কুলাউড়া উপজেলার সাদেক মিয়া (২০), কমলগঞ্জ উপজেলার মো: জুয়েল (৪২), ছাতির আলী (২৭), সুবিনয় পাল (২৩) ও শহিদুল ইসলাম (৩০)।
জুয়াড়িদের আটককালে জুয়ায় ব্যবহৃত সরঞ্জামসহ ১০টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আসাদুর রহমান/হাকালুকি