• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

আধুনিক বাংলা কবিতা ‘অর্থের বিড়ম্বনা’ । তোফাজ্জল হোসাইন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০
আধুনিক বাংলা কবিতা ‘অর্থের বিড়ম্বনা’ । তোফাজ্জল হোসাইন

টাকা, টাকা, টাকা, মানুষ জাতি টাকার ভক্ত প্রায়,
আজ অর্থ লোভে অন্ধ হয়ে, সব কিছু ভুলে যায়।

বৃদ্ধ, যুবক, নাবালকসহ পাগল, টাকা ভাল চিনে,
বিলাসী জীবন, পকেট ভর্তি টাকা চায় সর্বজনে।

জন্ম থেকে মৃত্যু সর্বস্ব কালে টাকাই বিরাজ করে,
টাকা বিনা যেজন, সেই জন জনমে বারেবারে মরে।

টাকার জন্যে রাজা হয় ফকির, ফকির হয় রাজা,
টাকার জন্যে কারও হয় মুক্তি, কারও হয় সাজা।

টাকায় বন্ধুকে মানায় শত্রু, আবার শত্রু হয় বন্ধু,
টাকার জন্য কত যুবক পাড়ি জমায় সংকুল সিন্ধু।

টাকা দুঃখ করে নিবারণ, টাকা ধ্বংস করে জীবন,
টাকায় আত্মীয়কে করে পর,টাকায় পর হয় আপন।

টাকায় মানুষের মাঝে গরীব-ধনীতে করে ভেদাভেদ,
শতেক সংসার টাকার অনলে জ্বলেপুড়ে হয় বিচ্ছেদ।

টাকায় মিলে সুন্দরী বউ, টাকা না মিলে সম্মানী নারী,
টাকায় করায় খুন খারাপি, টাকা জন্যে মানুষ করে চুরী

টাকায় ভর করে অহংকার, হিংসা, দম্ভ, লোভের ছায়া,
টাকায় আনে জীবনে প্রেম প্রিতি ভালোবাসা আর মায়া।

শত স্বপ্ন কত আশা, পথে পথে কত বাধাগ্রস্ত ব্যর্থ জীবন,
কত চিন্তা শত ধিক্কার,অবশেষে কতজনে করে আত্মহনন।

মানবের তরে মানব বাঁচুক, ফিরে আসুক চিরতরের শান্তি,
অর্থের মোহে পা দিওনা, অভিশপ্ত কালো ছায়ায় হবে বন্দি।

হাকালুকি/কবিতা

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031