জীবন হাঠের মেলা
দিন দুপুরে রোদের থাবা
তপ্ত রোদে পুড়ছে মাথা
হঠাৎ দেখি বৈরি হাওয়া
সংগে তাহার মেঘের ছায়া।
ভাবছি তখন সন্ধা বেলা
করছি তখন অবহেলা।
হঠাৎ দেখি ঝড়ো হাওয়া
বৃষ্টি নামলো দুপুর বেলা।
অন্ধাকারে ভরে গেলো
রোদ্র দুপুর বেলা।
এইতো হলো জীবন খেলা
ভাবতে ভাবতে বদলে যাবে
জীবন হাঠের মেলা।
চর্ম চোখে দেখতে পাবে
নিত্য নতুন খেলা।