কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মামলা তুলে নিতে বাদীর বসত বাড়িতে হামলা করেছে মামলার আসামীরা। এ সময় হামলাকারীরা বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করেন বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, লক্ষীপুর গ্রামের মৃত ইরেশ মালাকারের সাথে স্থানীয় ইউপি সদস্য সালাম মিয়া,ওমর মালাকার গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের অব্যাহত হুমকি দমকিতে সম্পতি ইরেশ মালাকার মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাবলী মালাকার প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বর্তমানে পিটিশন মামলাটি তদন্তাধীন। উক্ত মামলাটি তুলে নিতে বিবাদীরা বাদীনিকে অব্যাহত চাপ সৃষ্টি করেন। কিন্তু মামলার বাদী বাবলী মালাকার মামলা তুলে নিতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ইউপি সদস্য সালাম মিয়া, সোহেল মিয়স, আহাদ মিয়া, ওমর মালাকারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী বাবলীর বাড়িতে হামলা করা হয়। এ সময় হামলাকারীরা বাদী ও মামলার স্বাক্ষী শুসন্তি মালাকারকে মারধর করে বসত ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ প্রায় ৩০ হাজার লুট করে নেয়। এ ঘটনায় হামলাকারী ইউপি সদস্য সালাম মিয়াকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে শনিবার বিকালে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন বাবলী মালাকার।
আলাপকালে অভিযুক্ত ইউপি সদস্য সালাম মিয়া হামলার অভিযোগ অস্বীকার করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক প্রত্যক্ষদর্শী বলেন, নিরীহ ইরেশ মালাকারের পরিবারটির উপর একের পর এক অত্যাচার করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জুয়েল আহমেদ জুলি / দৈনিক হাকালুকি