স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কমলগঞ্জে রাজ মৌমাছির কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম ফিরোজ মিয়া (৭০)।
তিনি উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বৃদ্ধোর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির কাছের একটি রাস্তা দিয়ে বৃদ্ধ ফিরোজ মিয়া যাবার পথে একদল রাজ মৌমাছি তার ওপর আক্রমণ করে। রাজ মৌমাছির কামড়ে তিনি মাটিতে লুটে পড়ে গুরুতর আহত হন। তার সারা দেহে অসংখ্য কামড়ের চিহ্ন ছিল। পরিবার সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি