নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের বৃহত্তর বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ (জনবীমা) “ঘরে ঘরে এন এল আই, জনে জনে এন এল আই” শ্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া অফিসে এক প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৩রা অক্টোবর) সকাল ১১ টায় কুলাউড়া- ৫১৫২ নং ব্লকে কুলাউড়া, জুড়ী, কলাবাড়ী, রাজনগর, কুলাউড়া সদর ব্লকের ইনচার্জ স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ (জনবীমা) সিলেট এরিয়া ইনচার্জ ও সহকারী ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) নুরুল আলম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ইনচার্জ ও সহকারী এরিয়া ইনচার্জ মোঃ মোস্তফা খাঁন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জুড়ী অফিসের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এম রাজু আহমদ, কলাবাড়ী অফিসের ইনচার্জ ও ব্রান্ঞ্চ কো- অর্ডিনেটর, সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈম আহমদ শাহীন, কুলাউড়া অফিসের ব্রান্ঞ্চ কো- অর্ডিনেটর স্বপন অলমিক, কুলাউড়া সদর অফিসের কো-অর্ডিনেটর অজয় কালোয়ার, বিসি রাবেয়া বেগম, জুড়ী অফিসের বিএম সাইফুর রহমান, বিএম মাঃ মোশারফ হোসেন, আরকে রুপা চক্রবর্তী।
উপস্থিত বক্তব্য রাখেন বিএম রাসনা বেগম, ইউ এম আছমা বেগম, দিলীপ কৈরী, মোঃ সায়েদ মিয়া সহ বিভিন্ন ইউনিটের ফাইন্যান্সিয়াল এসোসিয়েট গণ। সভায় প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে গত মাসে বীমা উন্নয়নে লক্ষ্যমাত্রা পুরণ করায় পুরস্কার বিতরণ করেন এবং আগামী ২০,২১ ও ২২ অক্টোবর কক্সবাজার আনন্দ ভ্রমণের লক্ষ্যমাত্রা পুরণ করার আলোকে কাজ করার নির্দেশ প্রদান করেন।