মৌলভীবাজারের কুলাউড়ায় নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন পালিত
নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সমস্ত দেশে নারী নির্যাতন ও ধর্ষন সহ সকল ধরনের যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত করা হয়েছে।
কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের (চৌধুরী পপি) নেতৃত্বে কুলাউড়ার সকল ইউনিয়ন পরিষদের মহিলা জনপ্রতিনিধি সদস্য নিয়ে নারী,শিশু ধর্ষন ও সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই মানববন্ধন করা হয়।
উপজেলা থেকে কুলাউড়া চৌমুহনী প্রদক্ষিণ করে আবার উপজেলার সামনে উপস্থিত সকল বক্তব্য রাখেন। বাংলাদেশের চলমান এই নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে উপস্থিত সকল বক্তব্য রাখেন ও সরকারের কাছে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানান।
হাকালুকি/তারেক