নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় গৃহহীন অসচ্ছল ও দুস্থ পরিবারের স্বপ্ন পূরণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেয়া এসব ঘর উপজেলার অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, ভিক্ষুক, দিনমজুর, অন্যের বাড়িতে কাজ করা নারী, বিধবা নারী ও তালাক প্রাপ্ত নারী সহ হতদরিদ্রদের মধ্যে প্রদান করা হবে।পাকা ঘরে বসবাস করা যাদের ছিল এতদিন স্বপ্ন সেই স্বপ্নই এখন বাস্তবে রূপ নিচ্ছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে অসহায় অসচ্ছল চা শ্রমিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে়। শ্রমিকদের জন্য নির্মিত ঘর সরকারের মডেল আবাসন প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে।
গত ২৮ শে সেপ্টেম্বর কালুটি চা বাগানে এই প্রকল্পের শুভ উদ্ভোদন করেন এ.কে.এম সফি আহমদ সলমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুলাউড়া পি.আই.অ এর কমকর্তাবৃন্দ।
হাকালুকি/তারেক