• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলাউড়া উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
কুলাউড়া উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সা¤প্রদায়িক স¤প্রীতির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জাকির হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, জোনাব আলী, আব্দুল জলিল জামাল ও এম এ রহমান আতিক প্রমুখ।

সভায় বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম অনুসরন করে এবং কোন ধরনের গুজবে কান না দিয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় কোন দুষ্ট মহল যাতে সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে না পারে, সেদিকে সকলকে সজাগ থাকার ও দুর্গাপূজা উৎসব সূষ্টভাবে পালন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা পরিষদের সংশ্লিষ্টদের সহযোগিতার আহবান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী এটিএম মান্নান, নওয়াজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, পিআইও মোঃ শিমুল আলী, কুলাউড়া রেলওয়ে থানার ওসি কামাল হোসেন, কুলাউড়া পিডিবির সহকারী প্রকৌশলী মফিজ উদ্দিন খান, পল্লী বিদ্যুতের এজিএম ওবায়দুল হক, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন ও মোতাহির উদ্দিন শিশু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ দাসসহ বিভিন্ন ইউনিয়নের পুজা পরিষদের নেতৃবৃন্দ।


আসাদুর রহমান / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031