নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে মধ্য দিয়ে ভয়ে যাওয়া ফানাই নদীর ভাঙ্গনে বিলিন হয়ে যাচ্ছে চৌধুরী বাজার, কর্মধা হইতে মুকুন্দপুর কবিরাজী রাস্তা । এই রাস্তা দিয়ে দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের হাজার হাজার মানুষ থানা সদরের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সম্পতি এই পাকা রাস্তাটি সংস্কার করা হয়ে গেলো কয়েক মাস আগে। এ দিকে ফানাই নদীর খনন প্রক্রিয়ার কাজ চলছে । করোনা মহামারি ভাইরাসের কারণে কাজ বন্ধ রয়েছে। ফানাই নদীর তীরে হাসমত মিয়ার বাড়ির সামন হইতে হাসিম মিয়ার বাড়ির পাশ পর্যন্ত ফানাই নদীর ভাঙ্গনের কবলে উক্ত রাস্তার আর তিনটি স্থানে ভাঙ্গনের আশংকা রয়েছে। যেহেতু ফানাই নদী খননের প্রক্রিয়া চলছে সেহেতু রাস্তা রক্ষা করতে হলে নদীটির এই ভাঙ্গন অংশে নদীর বাধ ভরাট করা একান্ত প্রয়োজন। এই ভাঙ্গন অংশে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের সৃষ্টি হয় এবং মেরামত হয়। অপরিকল্পিত ভাবে মেরামত হওয়ার কারনে নদী ভাঙ্গনের এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। স্থানীয়রা বিষয়টিতে পানি উন্নয়ন বোর্ডের কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি