নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণ মেঠোপথ দিয়ে এগোতেই হঠাৎ চোখে পড়ে সবুজের সমারোহ। সেখানে একপা দুপা করে হেঁটে গেলে দেখা মিলে সারি সারি টমেটোর ক্ষেত। লাল-সবুজ রঙের টমেটো এখন সেখানকার কৃষকদের স্বপ্ন।
৩০ শতাংশ জমিতে টমেটো চাষাবাদ করেছেন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কৃষক মোঃ বাছিত মিয়া। সরেজমিনে টমেটো চাষাবাদের চিত্র না দেখলে তা সহজে বোঝা যাবে না।
সফল জাতের টমেটো চাষ করে মোটামুটি আশাবাদী যে তিনি তার খরচ বাদ দিয়ে এক থেকে দেড়লক্ষ টাকা লাভ হবে। বাছিত মিয়ার সাথে দৈনিক হাকালুকির কথা হলে তিনি জানান, বিদেশ থেকে আশার প্রায় ৭-৮ বছর হয়ে গেলেও কৃষিক্ষেত্রে এমন লাভবান ধারণা কেউ তাকে দিতে পারে নি।
সেনজেনটা কোম্পানির ফিল্ড অফিসার এম এ মাজেদ এর সাথে তার পরিচয় এবং তার দেওয়া পরামর্শ নিয়ে তিনি এই ৩০ শতাংশ জমিতে টমেটো চাষের পরিকল্পনা নেন।
নিয়মিত পরিচর্চা ও দেখবাল হচ্ছে কি না তা দেখার জন্য সপ্তাহে একবার পরিদর্শন করেন এম এ মাজেদ।
বাছিত মিয়া তার বক্তব্যের মাধ্যমে সরকার থেকে এবং কৃষিক্ষাতে উন্নয়নের জন্য উপজেলায় যে বরাদ্দ আসে তার কোন সহযোগিতা এখনও পান নি। সরকারের কাছে তাদের মতো কৃষকদের যাতে সাহায্য করা হয় তার জন্য আবেদন করেন।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি