নিজস্ব প্রতিবেদক:: দেনাদারের বাড়ির সামনে টাকার দাবি নিয়ে অনশনরত আমিনুল ইসলাম রিয়াদ এবং তার পারিবারকে মিথ্যা ও নাটকীয় দাবি করে আজ দুপুর ১ ঘটিকার সময় কুলাউড়ার সামি ইয়ামি চায়নিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে করেছেন অভিযুক্ত সাব্বির জামিল।
সংবাদ সম্মেলনে সাব্বির জামিল জানান,আমিনুল ইসলাম রিয়াদ যখন তার বাসার সামনে অনশনের ব্যনার লাগান তখন তিনি বাসায় ছিলেন না এবং এই বিষয়ে অবগত ও হন নি।বাসায় ওনার মামাতো ভাই ছিলেন ওনার মা-বাবার দেখবাল করার জন্য।এবং তিনি তার কাজের জন্য ঢাকায় ছিলেন।
ওনার মামাতো ভাই যখন তাকে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে বিস্থারিত জানান,তখন তিনি তার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কে অবগত করলে তখন তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং কিছু করতে পারবেন না বলেও জানান।
অভিযুক্ত জামিল জানান,তার সাথে রিয়াদের ব্যবসায়ীক বা জমি নিয়ে কোন লেনদেন হয় নি, যদি কোন লেনদেনের প্রমাণ দেখাতে পারে তাহলে তিনি ওই জমি দিয়ে দিবেন।আর যদি কোন প্রমাণ না দেখানে পারে তাহলে ওনার ৪ কোটি টাকার ক্ষয় পূরণ দিতে হবে।তিনি তার নিজের,অসুস্থ মা বাবা ও পরিবারের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই মিথ্যা অনশনের জন্য মানসম্মানের ক্ষয়ক্ষতির বাবদ এই অর্থ দাবি করেন।
আর কোন পরিবারের সাথে যেনো এই রখম ঘটনা না ঘটে, আর কোন পরিবার যেনো সমাজের চোখে ছোট না হয় তার জন্য উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বদের মাধ্যমে প্রশাসনের নিকট অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন একুশে টিভি, আর টিভি, মাই টিভি, বৈশাখী টিভি, সময় টিভি ও অনুলিপি কুলাউড়ার সাংবাদিকবৃন্দ।
আসাদুর রহমান/হাকালুকি