নিজস্ব প্রতিবেদক :: ফেইসবুকের কৃপায় কুলাউড়ার অসহায় দু’টি শিক্ষার্থীকে পাঠ্যবই সহায়তার আহবান লন্ডন প্রবাসী ইমরান সফি রুমেলের দৃষ্টিগোচর হলে মানবতার ডাকে সাঁড়া দিয়ে এইচএসসি পড়ুয়া অসহায় দু’টি শিক্ষার্থীকে দুই সেট বই দিয়ে সহায়তা করেন। গত ২৪ অক্টোবর ২০২০ ইং শনিবার সন্ধ্যার পর ইমরান সফি রুমেলের বাবা কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এ. কে. এম সফি আহমদ সলমান উনার বশির প্লাজাস্থ কার্যালয় (কুলাউড়া) থেকে শিক্ষার্থীদের অভিভাবকের কাছে দুই সেট পাঠ্যবই তুলে দেন।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি