নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন বিনয় ভূষন রায়। ০৫ নভেম্বর বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার ওসি হিসেবে কর্মরত ছিলেন। হবিগঞ্জ জেলার লাখাই থানার বাসিন্দা বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করেন। বিভিন্ন সময়ে তিনি কুলাউড়া, গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বিনয় ভূষন রায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্য থাকাকালিন সময় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কৃত হন। জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম-বার) চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনের জন্য ওসি (ডিবি) বিনয় ভূষন রায় এর হাতে পুরস্কার তুলে দেন।
রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি