নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় সি,এন,জি ও অটোরিকশা চালকদের ধর্মঘট চলছে আজ। রাস্তায় নেই কোন গাড়ি চলাচল যার ফলশ্রুতিতে ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।
গত ৪ নভেম্বর ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার মানববন্ধনের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ, গাড়ি ভাংচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে।
সন্ধার সিকে কুলাউড়া সার্কেল পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান এর দেওয়া সিদ্ধান্তে আগামি ৮ নভেম্বর রবিবার উভয় পক্ষের উপস্থিতি ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলায় সাময়িক ভাবে মানববন্ধন কর্মসূচি বন্ধ ঘোষনা করেন পরিবহন শ্রমিকরা।
এরি ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ধর্মগটের ডাক দিয়েছেম পরিবহন শ্রমিকরা। ফলশ্রুতিতে রাস্তায় বাস, মোটরসাইকেল, পিকাপ ব্যতীত অন্যান্য সব যানচলাচল বন্ধ। রাস্তায় যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত গাড়ি,যাত্রীরা হয়রানির শিকার। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় কোন গাড়ি চলাচল করতে দিবে না। প্রয়োজনে বাস, পিকাপ, মোটরসাইকেল সহ যে কোন ধরনের যানচলাচল তারা বন্ধ করে দিবে।
এ,আর/হাকালুকি