স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দকৃত সৌর বিদ্যুৎ প্রদান করা হয়েছে।
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের লক্ষে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ৫৪ জন উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান নবাবজাদা আলী বাখর খান এর সভাপতিত্বে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পৃথিমপাশা ইউপি প্রাঙ্গণে ৫৪ জন উপকারভোগীদের মধ্যে প্রদান করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নবাবজাদা আলী ওয়াজিদ খাঁন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, যুবলীগ নেতা বাবু বিমলেন্দু সেন কৃঞ্চ, সাংসদের সমন্নয়ক খায়রুল আলম কাওসার, সাংসদের অফিস সহকারী শেখ রুয়েল আহমদ প্রমুখ।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি