নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের স্থানীয় চৌধুরীবাজারে কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিনের উপর মিথ্যা মামলা এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবার রাউৎগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বকস ও খসরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ ।
কুলাউড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, কুলাউড়া রবিরবাজার সিএনজি মালিক সমিতির সভাপতি আকবর আলী আকুল, চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমান, রাউৎ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিপন খান, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, আজহার মাহির প্রমুখ।
আয়োজিত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের উপর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানান বক্তারা।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি