• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বাঁচানো গেল না কুলাউড়ায় ট্রেনে কাটা হাত-পা হারানো সেই বৃদ্ধকে

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
বাঁচানো গেল না কুলাউড়ায় ট্রেনে কাটা হাত-পা হারানো সেই বৃদ্ধকে

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠার সময় চাকার নিচে পড়ে হাত-পা হারানো সেই বৃদ্ধকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।

১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সিলেট আল-হারামাইন হাসপাতালে তিনি মারা যান। দুর্ঘটনার শিকার ওই বৃদ্ধ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার তোয়াকুল মিয়া (৬০)।

জানা যায়, গত ৫ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ছাড়ার সময় ওই বৃদ্ধ দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ছুটে গেলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি।

পরে গুরুতর আহত অবস্থায় স্টেশন মাষ্টারের সহযোগিতায় স্থানীয়রা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। একপর্যায়ে অবস্থা গুরুতর হওয়ায় ওই বৃদ্ধকে সিলেটে প্রেরণ করা হয়। সেখানে ১৮ দিন আল হারামাইন হসপিটালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার রাতে তোয়াকুল মিয়া মারা যান।

আসাদুর রহমান / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031