নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় তানভীর হোসেন কাওসার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলাধীন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত কাওসার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পৃথিমপাশা ইউপি মুখী দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল আরোহী কাওসারকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন ও থানা পুলিশের এস আই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার এস আই পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি