• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
কুলাউড়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী পুলিশ-জনতা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানে কুলাউড়া থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় কুলাউড়া থানা ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান।

সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সারাদেশে মতো কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

মোঃ রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031