নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের রবিরবাজারে নিরাপদ সড়ক চাই এই দাবিতে ২য় দিনে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।
গত ২৫ অক্টোবর রাতে পৃথিম পাশা যুব সমাজ, রবিরবাজার যুব সমাজ, রবিরবাজার ব্যবসায়ী ও স্থানিয় এলাকাবাসীর উদ্যোগে কুলাউড়া উপজেলার রবিরবাজারে নিরাপদ সড়ক চাই এই দাবিতে রবিরবাজারের ২য় দিনে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ ও এলাকাবাসী।
পরে পথ সভার মাধ্যমে সমাপ্তি হয়। আত্তর আলীর সভাপতিত্বে ও নুরুল ইসলাম নুরের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ পৃথিম পাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলি সাজ্জাদ খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকদ্দস আলি,সাধারণ সম্পাদক আলী তাকি খান, আব্দুল গফফার কায়সুল, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, পুওর ফাউন্ডেশনের অন্যতম সদস্য আব্দুল আহাদ, আব্দুল মুনিম মান্না, আব্দুল আহাদ,পৃথিম পাশা ইউনিয় ছাত্রলীগের আহবায়ক সায়মন জুবায়ের চৌধুরী, রবিরবাজার নামাবাজারের সভাপতি মিজানুর রহমান মনু,সমাজ সেবক এম এ সামাদ,ইমাদ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সকল যুব সমাজ ও রবিরবাজারের ব্যবসায়ী বৃন্দ। উল্লেখ্য মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় তানভীর হোসেন কাওসার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলাধীন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক চালকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত কাওসার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা গ্রামের মো. জহির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে পৃথিমপাশা ইউপি মুখী দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল আরোহী কাওসারকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সেই নিয়ে স্থানিয় এলাকাবাসী রবিরবাজারের যানযট নিরশন, রাস্তার মধ্যে অবৈধভভাবে যানবাহন না রাখা ও নিরাপদ সড়ক চাই এই দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়। পত সভায় বক্তারা বলেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকিবে।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি