• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ইউনিয়ন উপ-নির্বাচনে সদস্য নির্বাচিত হাসনাত চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
কুলাউড়ায় ইউনিয়ন উপ-নির্বাচনে সদস্য নির্বাচিত হাসনাত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার আওতাধীন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য সদস্য পদে ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী (ফুটবল) ৪৭১ ভোট পেয়ে তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার কুলাউড়া ইউনিয়নের করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত উপনির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ওয়ার্ডের ১২৪৫ জন ভোটারের মধ্যে ৯১১ জন ভোটার অংশ গ্রহন করেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পজিব কর্মকর্তা মো. আফলাতুন চৌধুরী। নির্বাচনে অপর দু’প্রার্থীর মধ্যে মো. লুৎফুর রহমান (মোরগ) ২৮২ ও সিরাজুল ইসলাম তারেক (তালা) ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ চেরাগ আলী গত ৬ জুলাই মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডের মেম্বার পদ শূন্য হয়।

রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930