নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (মেহের আলী) এর একটি বড় গরু ৩১ অক্টোবর রাতে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। গত ৩-৪ দিন আগে পাশ্ববর্তী উত্তর রংগীরকুল এলাকার আনার মিয়ার একটি বলদ দিনে-দুপুরে নিয়ে যায় চোরেরা। এর সপ্তাহ খানেক আগে মেহের আলী মেম্বারের পাশের বাড়ির বারিক মিয়ার একটি বড় গাভী রাতের আঁধারে নিয়ে যায় চোরেরা।
এভাবে প্রায় প্রতিদিনই জয়চন্ডী ইউনিয়নের কোন না কোন গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। দীর্ঘ দিন থেকে জয়চন্ডীতে গরু চুরির ঘটনা ঘটে আসলেও এখন পর্যন্ত এ চক্রটিকে আটক করতে সক্ষম হয়নি কেউই। মাঝে মধ্যে দু-একজন আটক হলেও আইনের ফাঁকফোকড়ে অল্প দিনেই তারা বেরিয়ে আসে এবং সেই চুরি পেশায় যুক্ত হয়। তাই ইউনিয়ন থেকে এই গরু চোর চক্রকে টেকাতে হলে প্রশাসনের দিকে না চেয়ে প্রত্যেক এলাকা থেকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি