নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় বিষপানে শাম্মী বেগম নামে ১৫ বছরের এক কিশোরী মারা গেছে। সে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকার কালা মিয়ার মেয়ে।
২৫ অক্টোবর রবিবার রাত ৯টার দিকে করেরগ্রাম এলাকায় নিজ বাড়িতে মেয়েটি বিষপান করে।
জানা যায়, রোববার রাত ৯ টার দিকে শাম্মী পরিবারের সকলের অজান্তে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে কিশোরী শাম্মী বেগম মারা যায়।
তবে, ঠিক কি কারণে শাম্মী বিষপান করেছে তা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি