কুলাউড়া টু রবিবাজা সড়কের মেরামতের কাজ চলছে দীর্ঘ সময় যাবৎ,কিন্তু এখনো কাজ সম্পন্ন হয় নি।যার কারনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন রবিবাজারের ব্যবসায়ী এবং জনগন।
কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজার। উপজেলার সর্ববৃহৎ বাজার। দেড়সহস্রাধিক দোকান ছাড়াও ব্যাংক, বীমা, বাসাবাড়ি মিলেয়ে অনেক উপজেলা সদর থেকেও বড় শহর। অথচ রাস্তা আর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় ব্যবসায়ীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্থাটি কাজ পেয়েছে ওয়াহিদ ইন্সট্রাকশন। কিন্তু তাদের কাজের ধীর গতির কারনে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জনগণ ও ব্যবসায়ীদের।
এরি ধারাবাহিকতায় আজ (০৭/১০/২০২০)বুধবার দুপুর ১২ ঘটিকায় সময় স্থানীয় লোকজন, ব্যবসায়ী, গাড়ি চালক ও পরিবহন মালিকের যৌথ অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপস্থিত সকল কুলাউড়া টু রবিবাজার সড়কের দ্রুত মেরামত এবং রবিবাজার দক্ষিণ অঞ্চলের লেগে থাকা সমস্যার সমাধানের জোর দাবি জানান।
হাকালুকি/তারেক