• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান : বিপুল ভোটে বিজয়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান : বিপুল ভোটে বিজয়

মৌলভীবাজারে জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান চশমা মার্কা নিয়ে ৬৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে এমএ রহিম পেয়েছেন ২০১ ভোট মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্ৰহণ চলে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে। ১৫ টা কেন্দ্রে ৯৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে জুড়ী উপজেলায় দুইটি কেন্দ্রে বিপুল ভোটে মিছবাহর রহমান বিজয়ী হন।জানা যায় উপজেলা সদর জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মিছবাহর রহমান চশমা মার্কা পেয়েছ ৫২ টি এম এ রহিম মোটরসাইকেল মার্কা পেয়েছ ৩ টি ভোট এবং হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা মার্কা পেয়েছে ৩৯ টি আর মোটরসাইকেল মার্কা পেয়েছে ১১ টি ভোট। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বিপুল ভোটে বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে সারা জেলা জুড়ে আনন্দ বিরাজ করছে।

সম্পাদক / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930