আসাদুর রহমান তারেকঃ আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এদিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ-রোপন কর্মসুচি পালন করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মোঃকামাল হোসেন,মেয়র ফজলুর রহমান,মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃফজলুল আলী।
এছাড়া ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কর্মীবৃন্দ।
মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামের সামনে সাময়িক আলোচনা এবং কলেজ প্রাঙ্গনে বৃক্ষরুপন করা হয়।
পরবর্তীতে কলেজ মসজিদে মিলাদ মাজফিল ও দোয়ার আয়োজন করা হয়। উপস্থিত সকল দোয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।