পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: র্যালি বাস্তবায়ন কমিটি, লামাপাড়া এর প্রস্তুতি সভা সম্পন্ন
মো. সাহেদুজ্জামান, সিলেট ব্যুরো :: পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: র্যালি বাস্তবায়ন কমিটি, লামাপাড়া এর উদ্যোগে গত ১৯ অক্টোবর, মঙ্গলবার লামা পাড়া গ্রামের মোঃ আলাউদ্দিন সাহেবের বাড়িতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মাও যুবায়ের আহমদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হাজী মখলিছ মিয়া । সভার শুরুতে কিরাত পরিবেশন করেন হা: মন্জুর আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব আলা উদ্দিন
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: উদযাপন করা হবে। দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় এবছর বৃহৎ র্যালি পরিবর্তে মাহফিলে মীলাদুন্নবী সা: (ওয়াজ মাহফিল) উদযাপনের আলোচনা হয় এবং মাহফিলে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়নের লক্ষে হাজী মখলিছ মিয়াকে সভাপতি, মোঃ আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক ও মাওলানা যুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা জনাব আব্দুল মছব্বির, সহসভাপতি জনাব শফিউল আলম ,জনাব আলতাবুর রহমান সদাই, জনাব রইছ মিয়া, জনাব মকুট মিয়া, জনাব মকবুল হোসেন, জনাব আতাউর রহমান, জনাব কারী রশিদ আহমদ ,জনাব আখতার হুসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, হাফিজ রুহেল আহমদ, এমরান আহমদ, মোঃ শাহ আলম, ফাহিম আহমদ, নাসিম আহমদ, জুয়েল আহমদ তানিম ও প্রমুখ।