জুড়ী উপজেলার অদম্য মেধাবীদের নিয়ে জুড়ীতে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল-এর ভর্তি প্রস্তুতি শুরু করেছে কেয়ার এডুকেশন। যা কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর একটি অঙ্গ সংস্থা । আজ (১৩,১১,২০)) শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ভর্তি প্রস্তুতির অরিয়েন্টেশন (১ম) ক্লাস। জ্ঞানের আলোয় জুড়ীকে আলোকিত করতে কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর ধারাবাহিক কার্যক্রমের একটি হচ্ছে ‘ কেয়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২০’।
এই বিষয়ে কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ খান শাহীন বলেন, “জুড়ীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপাত খুবি কম, আমরা চাই মেধা এবং পরিশ্রমের সমন্বয়ে একটি সুন্দর সমাজ বিনির্মিত হোক, সেজন্য প্রয়োজন উচ্চ শিক্ষা। আর্থিক সমস্যা সহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে পারেনা আমাদের শিক্ষার্থীরা। তাদের জন্য আমাদের এই আয়োজন যেন সঠিক দীক্ষার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা জুড়ী উপজেলার আলোকবর্তিকা হয়ে অবতীর্ণ হয়।”
উল্লেখ্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে একজন শিক্ষার্থীকে খরচ করতে হয় ন্যূনপক্ষে ১৫ হাজার টাকা এবং মেডিকেল এর ক্ষেত্রে ২০ হাজার টাকারও বেশি সাথে ২/৩ মাসের থাকা খাওয়া বাবদ খরচ। পুরো কাজটি সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছে কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
ভর্তি প্রস্তুতির জন্য যোগাযোগ করুণ, ইমেইল : carefoundationbangladesh2020@gmail.com অথবা 01714991977 এই নম্বরে।
এম কে এস / হাকালুকি