স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন পেলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান সুধীন দাশ। ৯ নভেম্বর ২০২০ সোমবার থেকে তিনি মৌলভীবাজার জেলার গোয়েন্দা প্রধান হিসেবে যোগদান করবেন। এর আগে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জে দুই বছর ও জুড়ীতে প্রায় এক বছর তদন্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। চলতি করোনা মহামারীতে কমলগঞ্জে সামাজিক সচেতনতা গঠনে সফলতার সাথে সরকারী দায়ীত্ব পালন করেছেন। তারই ফলস্বরূপ পূর্নাঙ্গ ওসি হিসেবে পদায়ন পেলেন। মুঠোফোনে সুধীন দাশ জানান, জেলা গোয়েন্দা শাখার দায়ীত্ব অনেক সম্মানের এবং অনেক চ্যালেঞ্জিং। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।
এম এইচ / দৈনিক হাকালুকি